কিশোরগঞ্জে বাস উল্টে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সদর উপজেলার মুকসেদপুরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনন্যা সুপার নামের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবার পথে মুকসেদপুর এলাকায় অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সাভিস দল স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়। আহত আটজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, সাইফুল ইসলাম, মাসুম, বাদশা মিয়া, সুমন পাল, হুমায়ুন কবীর, আব্দুর রাজ্জাক, হাবিবা আক্তার ও তৌহিদ। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল