দিনাজপুরের চিরিরবন্দরে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় জেলার চিরিরবন্দরের কারেন্টহাট ডিগ্রি কলেজ মোড়ে কাঁকড়া ব্রিজের পশ্চিমপাশে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাস্তার ধারে পরীক্ষার্থীরা ফেসবুক ম্যাসেঞ্জারে মাধ্যমে জীববিজ্ঞান দ্বিতীয়পত্র ‘খ-সেটের’ উত্তরমালা পড়তে ছিল। পরীক্ষার্থীদের জটলা দেখতে পেয়ে একটি কালো রঙের গাড়ি থেকে টাই পরিহিত এক ব্যক্তি এগিয়ে এসে জানতে চান-এখানে কিসের জটলা? এসময় জটলারত শিক্ষার্থীদের মধ্য থেকে 'তিনি' এক পরীক্ষার্থীর হাত থেকে ওই মোবাইলটি নিয়ে নেন। পরবর্তীতে জানা যায় 'তিনি' দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
এ ব্যাপারে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন জানান, রাস্তার মোড়ে জটলা দেখতে পেয়ে এগিয়ে যাই এবং মোবাইল ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে জীববিজ্ঞান দ্বিতীয়পত্র প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জানতে পারি।
কারেন্টহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জালালউদ্দিন মজুমদার জানান, ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। সে চিরিরবন্দর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম শিক্ষার্থী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অচিরেই সকল অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার