শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শাপমারি উচ্চ বিদ্যালয়ে গতকাল থেকে বৈশাখি মেলা চলছিল। মেলার প্রথম দিনে শুক্রবার রাতে আওয়ামী লীগের এক গ্রুপের নেতা সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক নেতাকর্মীদের নিয়ে জনসভা করেন।ওইখানে আজ শনিবার আওয়ামী লীগের অপর গ্রুপের নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী ছানোয়ার হোসেন ছানু এবং জেলা চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের জনসভা করার কথা ছিল। কিন্তু আতিক সমর্থকরা মেলার দখল ছাড়ছিল না।
এমন মারমুখো অবস্থায় আতিক ও ছানুর সমর্থরা মুখোমুখি অবস্থান নেয় বলে এলকাবাসী জানিয়েছে। খবর পেয়ে বিকাল ৪টার দিকে শান্তি শৃংখলা রক্ষার্থে শেরপুর সদর থানা পুলিশ ও একজন নিবার্হী মেজেস্ট্রেট গিয়ে মেলা থেকে সবাইকে সরে যেতে বলেন। অবস্থা বেগতিক দেখে জমজমাট মেলাটি থেকে অল্প সময়ের মধ্যেই দুপক্ষের নেতাকর্মী ও মানুষজন মেলা ছেড়ে চলে যায় ফলে দীর্ঘ দিন ধরে চলে আসা মেলাটি আধা ঘন্টার মধ্যে পণ্ড হয়ে যায়। দু'গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে বলে সদর থানার অফিসার ইন চার্জ নজরুল ইসলাম জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার