ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হল থেকে বহিষ্কৃত হওয়ার পর শুক্রবার রাতে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত সাগর উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ছায়েম আলীর ছেলে ও স্থানীয় জোড়াদহ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী হিসাবে সরকারি লালনশাহ কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে গত ৮ এপ্রিল অসৎ উপায় অবলম্বনের দায়ে হল থেকে বহিষ্কৃত হয়।
এদিকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর নানা কথায় নিজেকে সমাজ থেকে লুকিয়ে রেখেছিলো সাগর। অভিমানে সে ঘর থেকে বের হত না বলে পরিবারের লোকজন জানায়। এরই মধ্যে গত শুক্রবার রাতের কোনও এক সময় সে বিষপানে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকজন জানান। সাগরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার