টঙ্গীর ভাদাম এলাকায় তুরাগ নদ থেকে ওয়াহেদ আলী (৪৮) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। তিনি ওই এলাকার সরাফত আলী ওরফে সদু বেপারীর ছেলে। শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ভাদাম এলাকায় তুরাগ নদে একটি ভাসমান লাশ দেখে এলাকাবাসী টঙ্গী থানায় খবর দেয়। খবর পেয়ে টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ তুরাগ নদ থেকে সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানা পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম জানান, তুরাগ নদ থেকে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে কি কারণে মারা গেছে। তবে পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল