টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা মিয়া। তিনি টাঙ্গাইল সদরের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ছিলেন। তার বাড়ি কালিহাতী উপজেলার নগরবাড়ি ইউনিয়নের রামদেবপুর গ্রামে।
শনিবার সন্ধ্যায় এইচএসসি পরীক্ষার ডিউটি পালন শেষে বাড়ি ফেরার পথে কালিহাতীর সল্লা রেলক্রসের সামনে মোটর সাইকেল রেখে রেললাইনে দাড়িয়ে ফোনে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্ত্রী ফরিদা বেগম কালিহাতী কলেজে কর্মরত আছেন।
বাকশিস টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় বাকশিসের যুগ্ম সম্পাদক মো. আজাহার আলী কলেজ শিক্ষক মোছা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল