কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, হেফাজত বা কওমী মাদ্রাসার সাথে আপোষ সরকারের ভোটের কৌশল। সরকারের সিদ্ধান্তের সমালোচনার আগে শেখ হাসিনার মন্ত্রীসভার দুই মন্ত্রীর পদত্যাগ করে সরকারের সমালোচনা করা উচিৎ। অন্যথায় প্রধানমন্ত্রীর উচিৎ সরকারের সিদ্ধান্তের বাইরে কথা বলার দায়ে তাদের মন্ত্রী সভা থেকে বরখাস্ত করা।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের সোনার বাংলাস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে বৈশাখের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী রবিবার তার নির্বাচনী এলাকা সখীপুর সহ সকল ইউপি নির্বাচন সরকার দলীয় প্রভাবমুক্ত হয়ে জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য তিনি নির্বাচন কমিশন, সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীর প্রতিক), জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলী নেতাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল