সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দায় বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। শনিবার রাত আটটার দিকে আঞ্চলিক সড়কের শিয়ালকোলের শিলন্দায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
ধারনা করা হচ্ছে নিহতরা সকলেই একই পরিবারের সদস্য। অন্যদিকে রাত সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঝাঐল এলাকা যানবাহন থেকে পড়ে গিয়ে অন্য একটি গাড়ীর নীচে পিষ্ট হয়ে আরো এক বয়োবৃদ্ধ নিহত হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি সিরাজগঞ্জ থেকে নলকার দিকে যাবার পথে শিয়ালকোলের শিলন্দায় বিপরীতমুখী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং গুরুত্বর অবস্থায় দুইজনকে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ জানান, রাত সাতটার দিকে ঝাঐল ওভারব্রীজ এলাকায় কোন একটি যানবাহনের ছাদ থেকে এক বয়োবৃদ্ধ পড়ে যায়। পরবর্তীতে অন্য যানবাহনের নীচে পিষ্ট হয়ে মারা যায়। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল