কক্সবাজারের টেকনাফ ও সেন্টমাটিনে কোস্টগার্ডের পৃথক অভিযানে বঙ্গোপসাগরে কাঠের বোট থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া টেকনাফ কেরুনতলী থেকে ২২ হাজার সিগারেটের স্টিক উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পূর্বজোনের গণসংযোগ কর্মকর্তা ওমর ফারুক জানান, শনিবার বিকালে কোস্ট গার্ড সেন্টমাটিন্স সিজি স্টেশনের লেঃ এম মহিউদ্দিনের এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন হতে দুই নটিক্যাল মাইল পূর্বে সমুদ্র অপারেশন পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মায়ানমারের ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
এরা হলেন, মায়ানমার আকিয়াব এলাকার মৃত বদিউর রহমানের ছেলে আব্দুল মুনাফ (৫৫), মৃত তসিরুল্লাহর ছেলে মোঃ ইসমাইল (৫৮), মৃত আলী হোসেনের ছেলে মো: হোসেন (৩৫), মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ দুদু মিয়া (৬০), মৃত বশর আলীর ছেলে মোঃ আমির (৪৫), মৃত মোঃ শফিকের ছেলে মোঃ নুরু হোসেন (৫০)।
এছাড়া একইদিন দুপুরে কোস্টর্গাড টেকনাফ সিজি স্টেশানের একটি টিম টেকনাফ সদরের কেরুনতলী এলাকা থেকে ২২ হাজার স্টিক অবৈধ মারবেল সিগারেট উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, বোট ও অবৈধ সিগারেটের আনুমানিক মূল্য ৪ কোটি ৪ লাখ ৪৪ হাজার টাকা বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল