যশোর-ঝিনাইদহ সড়কে বাসচাপায় বাপ্পী হোসেন (১৬) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মানিকদিহি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পী সাতক্ষীরার কপিলমুণি উপজেলার গজারিয়া গ্রামের সুরত আলীর ছেলে। তিনি যশোর সদর উপজেলার দৌলতদিহি এলাকার এসএসবিবি ব্রিকস নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল