আজ টাঙ্গাইলের চারটি উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে মির্জাপুর উপজেলার ৬টি ও সখিপুর উপজেলার ২টি ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নে সংরক্ষিত ৩ নং ওয়ার্ড ও বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে উপনির্বাচনে ভোটগ্রহন চলছে।
মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়ন হচ্ছে ভাওড়া, বহুরিয়া, তরফপুর, আজগানা, লতিফপুর ও ফতেপুর ইউনিয়ন। এছাড়াও সখিপুর উপজেলা গজারিয়া ও দারিয়াপুর ইউনিয়নে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্যে প্রতিটি কেন্দ্রেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল