লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নারী পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুর হয়।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ উল্যা হজ্ব পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া কাঞ্চনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং সদর উপজেলার শাকচরের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মারা যাওয়ায় এ দুই ওয়ার্ডের সদস্য পদসহ মোট ১১ টি কেন্দ্রে উপ নির্বাচন চলছে।
লামচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মাহেনারা পারভীন নৌকা প্রতীক ও বিএনপি সমর্থিত ফেরদৌসী সুলতানা ধানের শীষ প্রতীকসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৮৭ জন। অন্য দুটি ভোট কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ১৬৩জন।
এদিকে সবকয়টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থানসহ টহলেও রয়েছেন।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬