নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রলি ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম রওশন আরা (৫০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ননদ লাইলি বেগম।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের হাড়ীপাড়া মোড়ের আমজাদের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন আরা জেলার বদলগাছী উপজেলার কোলা ভান্ডারপুর গ্রামের গুলবর হোসেনের স্ত্রী।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, "রাতে রওশন আরাসহ কয়েকজন ভ্যানে করে উপজেলা সদর থেকে গোপিনগরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে হাড়ীপাড়া মোড়ে ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রওশন আরা।"
তিনি আরও জানান, "এ সময় নিহত নারীর ননদ লাইলি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮