শরীয়তপুরের জাজিরায় দুই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে ১৮টি ভোট কেন্দ্রে ৫০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি শনিবার সকাল থেকেই ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি নিয়ে দুটি নির্বাচনী এলাকায় টহল অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা।
জাজিরা উপজেলা নির্বাচন অফিস জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিকেনগর ও বড় গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিকেনগর ও বড়গোপালপুর ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিকেনগর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী সাধারণ ওয়ার্ডে ২৯ জন মেম্বার ও ৪ জন সংরক্ষিত মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বড় গোপালপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান ৩০ জন সাধারণ মেম্বার ও ১০ জন সংরক্ষিত মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। দুটি ইউনিয়নে মোট পনের হাজার ৮৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল