নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় এনায়েত মিয়া (২৮) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রিকশা চালকসহ দু’জন। আজ রবিবার সকালে রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত মিয়া উপজেলার গোলাকান্দাইল পাঁচ নম্বর ক্যানেল এলাকার মনু মিয়ার ছেলে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, সকালে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার লোকাল রাস্তা থেকে দুই যাত্রী নিয়ে একটি রিকশা আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ওঠে। এসময় দ্রুতগামী ইটবাহী একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম