চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের তৌকিরহাট বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ মো. ফারুক (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় তৌকিরহাট বাজারের উত্তর পাশে মোশাররফ আলী সড়কের চেকপোস্টে তাকে আটক করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ফটিকছড়ি উপজেলার আবদুল্লাপুর ও ভূজপুর ইউনিয়নে নির্বাচন চলছে। আবদুল্লাহপুর ইউনিয়নের অস্ত্র নিয়ে যাওয়ার সময় ফারুককে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম