ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা দৌলতখান এবং মনপুরা উপজেলার ৩ টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট শুরু হওয়ার এক ঘন্টা আগেই বিভিন্ন বয়সী ভোটাররা ভোট কেন্দ্রে ছুটে আসে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এই নির্বাচনে মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন এবং দৌলতখান উপজেলার সৈয়দপুর ও হাজিপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মনপুরা ও সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হামিদুর রহমান টিপু। মেম্বার পদে প্রায় অর্ধশতাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।
এদিকে, যে কোনো ধরনের অপ্রতীকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিপি, র্যাব, কোস্ট গার্ড, আনসার সদস্যরা টহল দিচ্ছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল