লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ী থেকে আসমা উল হোসনা নামের এক এইচ এস সি পরীক্ষার্থী ও গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে শ্বশুরপক্ষের লোকজন শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
রবিবার সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য আসমার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধূ আসমা বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গৌবিন্দের গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সাথে বেগমগঞ্জ এলাকার সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে কলেজছাত্রী আসমার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল তাদের। গতকাল শনিবার এইচএসসির বিজ্ঞান পরীক্ষা দিয়ে দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যায় আসমা।
মুঠোফোনে আসমা ও তার মা সেলিনা আক্তারের সঙ্গে তাদের পারিবারিক কলহের কথা জানান। রাতে মৃত্যু সংবাদ পান পরিবার।।
নিহতের মা সেলিনা আক্তার অভিযোগ করেন, আসমার স্বামী লিটন, দেবর আব্দুল্যাহসহ শ্বশুর শাশুড়ী মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে আসমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩