ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ‘শানে খোদা’ নামে একটি বাসের সাথে গড়াই পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার সকাল পৌনে ৯ টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ভাদালিয়া ও বিত্তিপাড়া বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী ও কুষ্টিয়া সদর থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে শিক্ষার্থী বহনকারী ভাড়ায় চালিত শানে খোদা নামের একটি বাস (ঢাকা মেট্রো-বঃ ০২-০৩৪২) কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের শিক্ষার্থী আনতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ওই বাসে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা কুষ্টিয়ায় যাচ্ছিলেন। বিত্তিপাড়া বাজার অতিক্রম করার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ড্রাইভার। এসময় গাড়িটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়।
এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, গাড়ির ড্রাইভার মিজানসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের কুষ্টিয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। শানে খোদা গাড়ির ড্রাইভার মিজাসহ আহত ৫ জনের অবস্থা আশংকাজনক। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত গাড়িগুলোর অধিকাংশ ফিটনেস বিহীন। এ গাড়িগুলো প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হয়। আবার বেশ কয়িকটি গাড়ির ড্রাইভার নেই। হেলপার দিয়ে গাড়ি চালানো হয়। তারা কোন নিয়মনীতি না মেনেই বেপরোয়া ভাবে গাড়ি চালায়।’
এবিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন চৌধুরী বলেন,‘দুর্ঘটনার খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনা শুনেই বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি সেখানে যায়। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাইভার মিজানসহ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে।’
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল