নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় থেকে আওয়ামী লীগ কর্মী বাহার সর্দারের (৫০) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বাহার সর্দার গত ১৩ এপ্রিল আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের পর থেকে নিখোঁজ ছিল।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার তমরুদ্দি ঘাটের কাছে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহার সর্দারের বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আলী আহমদের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় রোববার সকালে তমরুদ্দি ঘাটের কাছে আওয়ামী লীগ কর্মী বাহার সর্দারের গলা কাটা মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬