কুয়াকাটা থেকে উত্তরাঞ্চলে নেয়ার পথে বরিশালে ট্রাক বোঝাই ৭০ মণ জাঁটকাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৮। আটককৃতরা হল কার্তিক বিশ্বাস, লিটন গাজী, মো. তিতাস ও মো. বাবুল মিয়া। গতকাল
রবিবার ভোরে নগরীর দপদিপয়া সেতুর টোলপ্লাজা থেকে জাঁটকা বোঝাই ট্রাক সহ ৪ জনকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালত আটক ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড দেন এবং জব্দকৃত জাঁটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরনের নির্দেশ দেন।
র্যাব-৮’র সহকারী পরিচালক মো. হাসান জানান, "পটুয়াখালীর কুয়াকাটা থেকে জাঁটকা বোঝাই একটি ট্রাক বরিশাল হয়ে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল নগরীর দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশী করে ৭০ জন জাঁটকা উদ্ধার এবং ট্রাকে থাকা ৪জনকে আটক করে তারা।"
তিনি আরও জানান, "পরে আটক ৪জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত জাঁটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।"
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৪