মেলার নামে জুয়া ও অশ্লীলনতা বন্ধের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে নাগরিক কমিটির ব্যানারে সড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা হুমকি দেওয়া হয়।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ থানার সামনে দিনাজপুর-ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে এই সমাবেশ করা হয়। ফলে মহাসড়কের দুই পাশে বিভিন্ন ধরণের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
মহাসড়কে অবস্থানকালে বীরগঞ্জের প্রেম বাজার নামকস্থানে মেলার নামে জুয়া ও অশ্লীলনতা বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে রাখে পুরো এলাকা।
বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নুর ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইয়াছিল আলী, মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান পান্না, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল, উপজেলা উদিচী সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার সেন, শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনক চন্দ্র অধিক চন্দ্র অধিকারী, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম মাষ্টার, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল