বগুড়া পৌরসভার কাউন্সিলর অফিসের সামনে হযরত আলী (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে নিশিন্দারা মন্ডলপাড়া আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহত হযরত আলী ওই এলাকার আব্দুস সাত্তারের পুত্র বলে জানা গেছে। তবে কারা, কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ পুলিশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে।
বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক আসলাম জানান, খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কারা, কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ পুলিশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব