বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে খাদের ভেতর জমানো বৃষ্টির পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলো ধুনট উপজেলার পারধুনট গ্রামের শিপন মাহমুদের মেয়ে ছোয়া খাতুন (৩) পাশের ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বাইজিদ হোসেন (৫)।
হাফিজুর রহমান বলেন, গত ১২ ঘণ্টার ভারি বর্ষণে নিহতদের বাড়ির আশপাশের খাদে পানি জমে থৈ থৈ করে। রবিবার দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ নিজ বাড়ির পাশে পৃথক স্থানে খাদের পানিতে খেলতে নেমেছিল ছোঁয়া ও বাইজিদ।
এসময় অসাবধানতাবশত খাদের পানিতে পড়ে ঘটনাস্থলেই ছোঁয়া ও বাইজিদের মৃত্যু হয়। তারপরও ছোঁয়া ও বাইজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব