নেত্রকোনার মদন উপজেলার প্রাথমিক বিদ্যালের ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে চাঁনগাও গ্রামের সজল মিয়ার বিরুদ্ধে।
রবিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেল (ওসিসি) অভিযোগটি দাখিল করেন শিশুটির পিতা। বর্তমানে শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেযার ব্যবস্থা করেছে ওসিসি বিভাগ।
শিশুর পিতামাতা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মনসুর আলমের ছেলে সজল মিয়া তার প্রতিবেশির শিশুটিকে ঘাস কাটার কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে যৌন নির্যাতন করে এবং না বলার জন্য মেরে ফেলার ভয় দেখায়। এসময় শিশুটি চিৎকার চেঁচামেচি করে বাড়ি গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে এলাকাবাসীর সহযোগিতায় রবিবার শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ ব্যাপারে সঠিক বিচারের জন্য যা করণীয় তাই করা হবে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরকে ব্যাপারটি অবহিত করলে তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব