বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী জাফর জমাদ্দার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তফা হাওলাদারকে (৬৭) ফরিদপুর জেলার ভাংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে র্যাব। দীর্ঘ ১০ বছর ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তফা হাওলাদার পালিয়ে থাকলেও শনিবার রাতে র্যাব- ৮ এর উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নের্তৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। মৃত্যুদন্ডপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে ২০১৩ সালে মোড়লগঞ্জ আফজাল খাঁ নামে অপর এক ব্যবসায়ীকে হত্যার একটি মামলা বর্তমানে বাগেরহাট আদালতে বিচারাধীন রয়েছে।
রবিবার বিকালে র্যাব -৮ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের ছেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তফা হাওলাদার ২০০৩ সালের ১৬ জুলাই একই এলাকার মৎস্য ব্যবসায়ী জাফর জমাদ্দার হত্যা করে। ২০০৩ সালের বাগেরহাট জেলার আলোচিত চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ২০০৭ সালে জেলা ও দায়রা জজ আদালত ওই মামলার পলাতক আসামি মো. মোস্তফা হাওলাদারকে মৃত্যুদণ্ড দিলে সেই থেকেই সে পলাতক ছিলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন