দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার বাজারের দোকান হতে দুইটি বন্দুকের গুলি উদ্ধার করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিরামপুরের কাটলা বাজারের এক দোকানে সিগারেটের প্যাকেটে গুলি দু'টি পাওয়া যায়।
কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কাটলা বাজারের আনিছুর মাষ্টারের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে পরিত্যাক্ত অবস্থায় গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতরে থাকা থ্রি নট থ্রি রাইফেলের একটি এবং নাইনএমএম সাবমেরিনগান কারবাইট পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযান চলাকালে দোকানের মালিক না থাকায় স্থানীয় চেয়ারম্যান, বনিক কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে গুলি দু'টি উদ্ধার করা হয় ।
এসময় কাটলা ইউপি চেয়াম্যান মো. নাজির হোসেন, কাটলা হাটবাজার বনিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম উপস্থিত ছিলেন।
কাটলা ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তার দোকানে কেউ গুলি রেখে দিয়ে তাকে ফাসানোর চেষ্টা করছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজিবিকে অনুরোধ করা হয়েছে।
২৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলি গুলি উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ