লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষকের অংশগ্রহণে “কলেজ শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক স্কুল শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার উদয়পুরে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির উদ্যোগে ওই একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠান সমন্বয়কারী মামুনুর রশীদ।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জামাল নাসের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, বোর্ডের উপ-পরিচালক (নিরীক্ষা) ছানা উল্যা, আহমেদ আবদুর রহমান ট্রাস্ট্রী বোর্ডের সহ-সভাপতি ডা: তাজকেরা খানম, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, শিক্ষাবিদ নাফিয়া খানম, আমিন আহমেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার কবির আহাম্মদ ভূঁইয়া ও মঞ্জুর আহমেদ ভূঁইয়া প্রমুখ।