মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালী করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা।
সোমবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের নবাবাড়ী রোড থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শ্রমিকদল অফিসে শেষ হয়।
র্যালিতে নেতৃবৃন্দের মাঝে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ, লাভলী রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, সহসভাপতি মোশারফ হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক সাইদুল কবির, শহর সভাপতি লিটন শেখ বাঘা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আলী মুরাজি তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, যুবদল সভাপতি মাসুদ রানা প্রমুখ।