বরিশালের মেহেন্দীগঞ্জে বিভিন্ন ধরনের ১৫টি ধারালো অস্ত্র, পুলিশ ও সেনা বাহিনীর পোষাক, বিভিন্ন স্থান থেকে লুন্ঠিত ৮টি মোবাইল সেট এবং মহিলাদের ১২টি হাতঘড়ি-সহ কুখ্যাত ডাকাত কবির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ উপজেলার চর সন্তোষপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলার কাজীরহাট থানা পুলিশ। কবির সরদার চর সন্তোষপুর এলাকার কাশেম সরদারের ছেলে। উদ্ধারকৃত মালামালগুলো কাজীরহাটের বিভিন্ন স্থানে ডাকাতির সময় লুন্ঠন করা হয় বলে পুলিশ সনাক্ত করেছে।
মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার ওসি মো. মাসুম তালুকদার জানান, কবির সরদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় শহিদ নলী হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে সেনা বাহিনী এবং পুলিশের পোশাক পড়ে নিজেকে কখনও সেনা আবার কখনও পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করতো। আজ গোপন সংবাদে পুলিশ জানতে পারে কবির চর সন্তোষপুরে তার গ্রামের বাড়িতে অবস্থান করছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার বাসা তল্লাশী করে চাইনিজ কুড়াল, রাম দা, লেজা-সহ ১৫ টি ধারালো অস্ত্র, আইন শৃঙ্খলা বাহিনীর দুই সেট পোষাক, ৮ টি মোবাইল ফোন, মহিলাদের ঘরি সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মামলামালগুলো থানার বিভিন্ন স্থানে ডাকাতির সময় লুট করা হয়। ওইসব মামলার বাদীরা তাদের বাসায় ডাকাতির সময় লুটকরা মালামালগুলো সনাক্ত করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের-সহ আইনগত ব্যবস্থা নিয়েছে বলে ওসি মাসুম জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার