ময়মনসিংহের ফুলপুরে মহান মে দিবসে বিএনপি’র কাউন্সিলর হালিমা খাতুন ও প্যানেল মেয়র বেগম ফেরদৌসী আওয়ামী লীগে যোগদান করেন।
সোমবার বিকালে এম শামছুল হক চত্বরে আয়োজিত শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে এমপি শরীফ আহমেদের গলায় ফুলের মালা পরিয়ে তারা এ কাজ করেন।
এ সময় এম এ হাকিম সরকার, হাবিবুর রহমান, আব্দুল খালেক, শশধর সেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দোকানপাট ও হোটেল রেস্তোরার শ্রমিকরা তাদের বক্তৃতায় প্রধানত: দুটি দাবি উত্থাপন করেন। মে দিবসে সরকারী ছুটি মঞ্জুর ও প্রতি শুক্রবার পূর্ণ দিবস রিল্যাক্স। এই দুই দাবি ছাড়াও অফিসার্স ক্লাবের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের বসার একটু জায়গা, ঈদ ও পূজা বোনাসসহ নানা দাবি জানানো হয়। উপজেলার ১৯টি শ্রমিক সংগঠনের প্রায় ৫০০ জন শ্রমিক কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সকালের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, অ্যাড. আবুল বাসার আকন্দ, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মেয়র আমিনুল হক, এম এ হাকিম সরকার, আব্দুল খালেক, হাবিবুর রহমান, মনোয়ারা খাতুন, রোকনুজ্জামান, রফিক উদ্দিন, আবুল হাসান মানিক, মাহমুদুল হাসান, আবু হানিফা, জাকারিয়া পারভেজ, রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।