চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুই নারী ও গোমস্তাপুরে গাছ চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার রূপচান আলীর স্ত্রী ছবি বেগম ও বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রশিদের স্ত্রী মাসুমা বেগম পাশের বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান।
এদিকে একই সময় রাস্তা পার হতে গিয়ে গোমস্তাপুরে গাছ চাপায় আশাবুল হক আশা নামে এক পথচারী নিহত হন। নিহত আসাবুল গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল বাগান এলাকার মৃত্য মোজাফ্ফর আলীর ছেলে।
কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে অনেক গাছ পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রেল লাইনের উপর গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। তবে ঝড় শেষ হওয়ার পরে রাতে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তার গাছ সরানোর কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার