পিরোজপুরে মে দিবসের আয়োজিত কর্মসূচীতে আসেনি জেলার শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে কর্মসূচীতে প্রধান অতিথি করা হয়েছিল পিরোজপুর সদর আসনের এমপি একেএমএ আউয়ালকে। তাকে প্রধান অতিথি করার কারণেই কর্মসূচী বর্জন করেছেন শ্রমিকরা বলে জানান শ্রমিক সংগঠনের নেতারা।
একটি শ্রমিক সংগঠনের সভাপতিকে সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি করার জেরে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
জানা যায়, সোমবার মে দিবস উদযাপন উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি ও র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন। তবে এ কর্মসূচীতে উপস্থিত ছিল না শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের নেতৃবৃন্দ না থাকায় কর্মসূচীতে যায়নি সিংহভাগ সাধারণ শ্রমিক। ফলে যাদের অনুষ্ঠান সেই শ্রমিকদের ছাড়াই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন র্যালি বের করে এবং শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল মঞ্চে উপস্থিত থাকলেও কোন বক্তব্য দেননি। জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন