পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ছাত্র কল্যাণ ক্লাবের সভাপতিসহ চার জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন টিয়াখালী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির গাজীর ছেলে মো.হাসানুজ্জামান অভি গাজী (২৭), কোয়েল (৩০), আহামদ উল্লাহ (৩০) ও পপি (২৮)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় অভি গাজী, কোয়েল, আহামদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা জানান, রাত আটটার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় কথা বলার সময় পিছন থেকে একদল মুখোশধারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপড় উপর্যপুরি আঘাত করে। এ সময় টেঁটা নিক্ষেপ করলে স্থানীয় হোটেল ব্যবসায়ী পপির পিঠে তা বিদ্ধ হয়।
কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, অভি গাজীর অবস্থা বেশ সংকটাপন্ন। কলাপাড়া থানর ওসি জিএম শাহনেওয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানের হয়েছে।
বিডি প্রতিদিন/১ মে ২০১৭/হিমেল