বৈরী আবহাওয়ার কারণে পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার রাত পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম নিশ্চিত করেছেন।
এর আগে ঝড়ো আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৮টা থেকে পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো। আবহাওয়া অনুকূলে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/১ মে ২০১৭/হিমেল