ঝালকাঠির নলছিটি উপজেলায় নদীতে লঞ্চ থামিয়ে ডাকাতি করার মামলায় কিবরিয়া খান ওরফে সমীর নামে একজনকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আদালত এ আদেশ দেন।
কিবরিয়া খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম কৃষ্ণনগড় গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ মে বিকেলে নলছিটি থানাধীন বিশখালি নদীর ইসলামপুর এলাকায় পুলিশ পরিচয়ে লঞ্চ থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার গভীর রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চামটা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল