কুষ্টিয়ার মিরপুরের মালিহাদ ইউনিয়নের আবুরী গ্রামে একটি চিতা বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বাঘটি কোথা থেকে কিভাবে লোকালয়ে এসেছিলো তা জানা যায়নি।
সোমবার সকালে এলাকাবাসী এ ঘটনা ঘটায়।
মালিহাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই আলামিন জানান, সকালে স্থানীয়রা অন্য বন্য প্রাণী ভেবে তাড়া করে। সেটা একটি পানি পাইপ’র মধ্যে ঢুকে পড়লে বাঘটি আটকে পড়ে। পরে এলাকাবাসী পিটিয়ে বাঘটিকে মেরে ফেলে।