যশোরের মণিরামপুরে আতাউর রহমান (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আতাউর মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে।
বিয়য়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, ভোরে মণিরামপুর উপজেলার বাড়িয়ালি এলাকা থেকে আতাউরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত