বাগেরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে এই দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শহরের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
র্যালিতে বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীরা ছাড়াও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ নেয়।
প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হুসাইন, এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, বাবুল সরদার প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন