লক্ষীপুরের রায়পুর উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন নামে (৪৮) এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে কেরোয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব কেরোয়া গ্রামের মীরগঞ্জ এলাকার বরকির বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার একই ইউনিয়নের লুধুয়া গ্রামের খলিফা বাড়ীর মৃত আব্দুর রশীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরকি বাড়ির ট্রলি চালক মোঃ বেচা মিয়ার রেইনট্রি গাছের ডাল কাটতে দিনমজুর দেলোয়ারকে কয়েকদিন আগে ঠিক করে রাখেন। সে মোতাবেক আজ দুপুরে দেলোয়ার ঐ গাছে উঠে ডাল কাটতে শুরু করে।
এ সময় অসাবধানতাবশত দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দ্রুত নিহত দেলোয়ারকে বিদ্যুতের তার থেকে মাটিতে নামিয়ে রাখেন।
কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান কামাল জানান, ঘটনাটি মর্মান্তিক। নিরীহ দিনমজুর দেলোয়ারের পরিবারকে ট্রলি চালক বেচা মিয়ার কাছ থেকে সহায়তার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/ ৩ মে ২০১৭/ ই জাহান