নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে আমির হোসেন (৬২) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সাগরিয়া বাজারে পশ্চিম পাশের নলচিরা-জাহাজমারা সড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত আমির হোসেন বুড়িরচর ইউনিয়নের পশ্চিম সাগরিয়র গ্রামের আবদুল জব্বারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, দুই মোটরসাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষে আমির হোসেন নামে এক ইউপি সদস্য মৃত্যুর হয়েছে।
বিডি প্রতিদিন/ ৩ মে ২০১৭/ ই জাহান