দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউপি’র ডহচী গ্রামের ভাসাহার পুকুরে মাটি খনন করার সময় বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
বুধবার দুপুরে এলাকাবাসীর সহায়তায় বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে কাহারোল পুলিশ।
প্রত্যক্ষদশী ও এলাকাবাসী জানান, ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামের মৃত অতুল রায়ের পুত্র কানাই এর ভাসাহার পুকুর খনন করার সময় একটি বিষ্ণু মুর্তি দেখতে পায়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কৌতুহল জনতা বিষ্ণু মুর্তিটি একনজর দেখার জন্য পুকুর পাড়ে ভিড় জমায় এবং পুলিশকে সংবাদ দিলে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাহারোল থানা ওসি মোঃ মনসুর আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, যে মূর্তিটি উদ্ধার করা হয়েছে তা হল বিষ্ণু মূর্তি। এর ওজন প্রায় ৩১ কেজি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন