কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে আমীর উদ্দিন খান মার্কেটের একটি মুদি দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুর্হূতেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব