সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে রয়েছে সরকার। তাদের পুনর্বাসনে সরকার সবধরণের সহায়তা করে যাবে।’ আগামী আউশ ও আমন চাষাবাদের সময় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি উপকরণ দিয়ে সহায়তা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৬০০ কৃষকের মধ্যে ভিজিএফ’র ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ত্রাণের কোন সংকট নেই উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ‘সিলেট বিভাগে দুই লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যজীবীকে ভিজিএফ কার্ড দেয়া হয়েছে। একশ দিনের কর্মসূচির অংশ হিসেবে কার্ডধারী এসব কৃষক ও মৎস্যজীবী মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে পাবেন।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুর রহমান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী ও ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন