ফেনীর সোনাগাজী থেকে অজ্ঞাত (২৭) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মিয়াজির ঘাট এলাকায় একটি ডোবার কুচুরিপানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ডোবায় লাশটি ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধারের জন্য সেখানে যায়। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন