আগামী ৭ মে’র কর্মী সভা সফল করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ হাজী রজ্জব আলী সুপার মার্কেটের ৩য় তলায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, খন্দকার আবু জাফর, আব্দুল হাই রাজু, আবুল কালাম আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, এম এ আকবর, মাহমুদুল হাসান খোকা, এড. লুৎফর রহমান, সামসুজ্জামান ও রুহুল আমিন মোল্লা প্রমূখ।
এসময় প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, ৭ই মে’র কর্মী সভা সফল করতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভা সূত্রে জানা যায়, জেলা বিএনপি’র আওতাধীন ৫টি থানা, ৫টি পৌর কমিটি ও সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি এবং পৌরসভার ওয়ার্ড কমিটি ৫ জন করে প্রতিনিধি কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুসহ একাধিক কেন্দ্রীয় নেতা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন