সিরাজগঞ্জের কাজিপুরের শুভগাছা ইউপির টুটুলের মোড় এলাকার যমুনা নদীর পশ্চিমপাড় তীর রক্ষা বাঁধে ধ্বস নেমেছে। এতে বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় ১৫-২০টি বসতবাড়ী ভাঙ্গনের কবলে পড়েছে। এছাড়াও টুটুলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে ভাঙ্গন দেখা দেয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছে পাউবো’র গাফিলতির কারণেই বাঁধ ভেঙ্গে গেছে।
জানা যায়, বর্ষা মৌসুম না হলেও পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পশ্চিমতীরে ক্ষুদবান্দি থেকে বাহুকা পর্যন্ত দশ কিলোমিটার এলাকা ভাঙ্গন অব্যাবহত রয়েছে। বুধবার সকালে টুটুলের মোড় এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। বিকেলের দিকে ভাঙ্গন তীব্র আকার ধারন করায় মুহুর্তের মধ্যে নদীর ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা বিলীন হয়ে যায়। এতে প্রায় ১৫-২০টি বাড়ি ভাঙ্গনের মুখে পড়ে। ভাঙ্গন কবলিত মানুষগুলো অসহায় হয়ে পড়ে।
গৃহবধূ রমিছা জানান, বাঁধ ভেঙ্গে যাওয়ায় ঘরবাড়ি ভাইঙ্গ্যা ফেলছি। হাতে টাকা নাই, স্বামী অসুস্থ। এখন কোথায় গিয়ে দাঁড়াবো। সে চিন্তায় রয়েছি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, প্রবল ঘূর্ণাবর্তের কারণে বাঁধের ৪০মিটার বিলীন হয়ে গেছে। জিওব্যাগ ফেলানোর পাশাপাশি বিকল্প হিসেবে আরেকটি রিংবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে এলাকারগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়াও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যদি একনেকে পাশ হয় তবে এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। তিনি আরো জানান, শুধু টুটুলের মোড় নয় প্রায় ১০ কিলিমিটার এলাকায় ভাঙ্গনের মুখে রয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন