সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম(২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয় বলে জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।
আটক শরিফুল ইসলাম উপজেলার গাড়াখালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
ওসি বিপ্লব কুমার নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্বর্ণ পাচারের খবর পেয়ে এসআই মুন্সি মাহফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় তারা শরিফুল ইসলামের দেহ তল্লাশী করে বিশেষ ভাবে লুকিয়ে রাখা একটি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক ওজন ১০০ গ্রাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তির নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব