শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক এলাকার কীর্তিনাশা নদী থেকে রনি বেপারী (১৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে চারটারদিকে লাশটি নড়িয়া থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই কিশোর একই উপজেলার আনাখন্ড গ্রামের ইলিয়াছ বেপারীর ছেলে। সে ভোজেশ্বর বাজারে একটি স্টীলের ফার্নিচারের দোকানের মিস্ত্রী ছিল। মঙ্গলবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার আনাখন্ড গ্রামের রিকশাচালক ইলিয়াছ বেপারীর ছেলে রনি বেপারি। দুই বছর যাবৎ ভোজেশ্বর বাজারেরশাহ থাইগ্লাস এন্ড স্টীল হাউজ নামে একটি স্টীলের ফার্নিচারের দোকানে মিস্ত্রী হিসেবে কাজ করছিল। মঙ্গলবার বাড়ি থেকে দুপুরের খাবার খাওয়ার কথা বলে দোকান থেকে বের হয়। এর পর আর তার সন্ধান পায়নি পরিবার। কোথাও খুঁজে না পেয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোজেশ্বর ও আশপাশের এলাকায় মাইকিং করা হয়। সাড়ে চারটার দিকে পাঁচক এলাকার কীর্তিনাশা নদীতে একটি লাশ ভেষে যেতে দেখে এলাকার মানুষ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি নিখোঁজ রনি বেপারীর বলে পরিবারের সদস্যরা শনাক্ত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আব্দুল হান্নান। তিনি বলেন, কিভাবে ছেলেটার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আমরা কয়েকটা এঙ্গেল থেকে ঘটনার তদন্ত করছি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন