নেত্রকোনা সদর উপজেলার বাংলা এলাকায় বুধবার দিবাগত রাতে চালক মো. আল আমিনকে (১৬) অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আল আমিন শহরের আনন্দ বাজার এলাকার মো. লাল চাঁনের ছেলে।
ঘটনার পর নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন অচেতন আল আমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
নেত্রকোনা শহরে ছিনতাইকারী বা অজ্ঞান পার্টির উপদ্রব বেড়ে গেছে বলে জানান জেলা অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সোলেমান মিয়া। এ ব্যাপারে শ্রমিক নেতারা জেলা পুলিশের নজরদারী বাড়ানোর দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার